ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে স্মরণোৎসব

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৫ পূর্বাহ্ণ

পটিয়াস্থ ছনহরা গ্রামে অদ্বৈত ধাম ও মিশনে তিন দিনব্যাপী স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের পদার্পনের ৫৮ তম স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। ১৮ ফেব্রুয়ারি অদ্বৈত ধামের দেবালয় উদ্বোধন করেন তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ। সোনারাম ধর ও দীপাল চৌধুরীর পরিচালনায় শ্রীগুরু পূজা, ভোগরাগ ও বিশ্বশান্তি এবং মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি অদ্বৈত ধাম ও মিশনের ম্যানেজিং ট্রাস্টি লায়ন স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় ধামের দেবালয় নির্মাণে অনন্য ভূমিকার জন্য শিমুল কানুনগো ও সপ্তম বিশ্বাসকে প্রশস্তি পত্র প্রদান করা হয়। সুব্রত কানুনগোর সঞ্চালনে ধর্মসভায় বক্তব্য রাখেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি, আইনজীবী রনজিত মিত্র, অধ্যাপক সুধীর দাশ, বিধু শেখর দত্ত, সুরতন গুহ, রতন কুমার বিশ্বাস, রাখাল বিশ্বাস, সুচিত্রা গুহ টুম্পা, ইউপি সদস্যা শাহীন আক্তার, দুলাল বিশ্বাস, জয়দেব ভট্টাচার্য, সঞ্জীব চক্রবর্ত্তী টিংকু, চন্দন রক্ষিত প্রমুখ। ধর্মসভা শেষে মাতৃ-সমাবেশে সমবেত প্রার্থনা এবং সন্ধ্যায় ম্যাঙ্মি গোর্কি শীল টিপুর উপস্থাপনায় ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দের পরিবেশনায় সংগীতানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তির্ণা কানুনগো। ২০ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে পদাবলী কীর্ত্তনে গৌরলীলা প্রদর্শিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় ৮শ ইয়াবা ও ১৫ হাজার টাকাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনীয়ায় নৌকার সমর্থনে গণসংযোগ