ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ছনহরা গ্রামে গত শনিবার অদ্বৈত ধাম ও মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছনহরা সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিমুল কানুনগোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র গীতা পাঠ, শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় ও বিশ্বকল্যাণে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সৌরভ দাশের উপস্থাপনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি২৫ শুক্রবার ও শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যে শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এর ৬২তম স্মরণোৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠেয় স্মরণোৎসব ও ধামের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন লায়ন স্বপন কুমার বিশ্বাস, সুরতন গুহ, মিলন বিশ্বাস,স্বপন দে, ধ্রুব শেখর দত্ত, রতন কুমার বিশ্বাস, রাখাল বিশ্বাস, মানু শুক্লদাশ, কাজল দে, সুব্রত কানুনগো, কানু শুক্লদাশ, জয়দেব বিশ্বাস, ম্যাক্সিম গোর্কি শীল, চন্দন শুক্লদাশ, দিপংকর বিশ্বাস, টিপলু বিশ্বাস, অনিক বিশ্বাস,উজ্জ্বল দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ