Home বৃহত্তর চট্টগ্রাম ছত্তার মাঝির ঘাটে ভেসে এল অর্ধগলিত ব্যক্তির লাশ

ছত্তার মাঝির ঘাটে ভেসে এল অর্ধগলিত ব্যক্তির লাশ

0

আনোয়ারায় গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝিরঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট এলাকায় আটকা পড়লে স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পায়। তারা থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে খবর পেয়ে আনোয়ারা থানার একদল পুলিশ রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট এলাকা থেকে একটি অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি একজন মৎস্যজীবী। শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।