ছড়া হবে কেমন?

বাসুদেব খাস্তগীর | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ছড়া হবে হাতের পুতুল

করতে পারো মশ করা

তার আগে ঠিক খুব প্রয়োজন

ছন্দটাকে বশকরা।

তখন ছড়া দিচ্ছে ধরা

দেখবে নিজের গণ্ডিতে

ধীরে ধীরে তুমি বলবে

ছড়ার মহাপণ্ডিতে।

ঋদ্ধ করো শব্দকোষ আর

ছন্দ করো আয়ত্ত

ছন্দগুণে লাগবে ভালো

হয়তো ছড়ার নাই অর্থ।

ছড়া হলো ইচ্ছে যেমন

বলবে তেমন তার কথা

রাখ ঢাক নয় ঘোমটা ছেড়ে

বলতে হবে সারকথা।

পূর্ববর্তী নিবন্ধহতাম রঙিন পরী
পরবর্তী নিবন্ধইচ্ছে হলে