ছড়াকার নিলুফারুল আলম গুরুতর অসুস্থ

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

কবি ওহীদুল আলমের জ্যেষ্ঠ কন্যা ছড়াকার নিলুফারুল আলম গুরুতর অসুস্থ। তিনি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের মা। বিখ্যাত আলম পরিবারে তিনি ১৯৩৮ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন। গুলজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি একটানা ২২ বছর শিক্ষকতা করে ১৯৯৬ সালে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা বিষয়ে লেখালেখি করেছেন। অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দৈনিক আজাদী, পূর্বকোণে স্মৃতিচারণমূলক বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। ষাটের দশকে ছন্দে ছন্দে ছড়া লিখে দেশের সাহিত্যাঙ্গণে আলোড়ন সৃষ্টি করেন। তার রচিত ছড়ার বই ‘অবুঝ সবুজ’ ২০০৩ সালে প্রকাশিত হয়। তিনি বর্তমানে ডা. শেখ শফিউল আজম ও নিউরো সার্জন ডা. ইসমাইল হোসেনের নিবিড় তত্ত্বাবধানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবার রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বুদ্ধ পূর্ণিমা উদযাপন