স্ট্যান্ডআপ কমেডিয়ান ক্রিস রক বিশ্ব সংবাদ মাধ্যমে রোববার থেকেই আলোচনায়। অস্কারের মঞ্চে হলিউড তারকা উইল স্মিথ চড় মেরেছিলেন তাকে। এখন দেখা যাচ্ছে ওই চড়ই শাপে বর হয়ে উঠছে ক্রিস রকের জন্য। রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় অভিনেত্রী পিনকেট স্মিথের। অসুস্থতা নিয়ে এমন রসিকতা সইতে পারেননি তার স্বামী উইল স্মিথের। তাই তিনি মঞ্চে উঠে চড় কষিয়েছিলেন ক্রিস রককে।
ওই চড় খাওয়ার একটি সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন ক্রিস রক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, ওই ঘটনার পর এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের আসন্ন শোগুলোর টিকেট বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে, দামও হয়ে উঠেছে গগনচুম্বী। খবর বিডিনিউজের।
চড় খাওয়ার পর ক্রিস রক এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সমর্থকেরা আশা করছেন, তার আসন্ন ‘ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুর ২০২২’ আসরে অস্কারের মঞ্চে চড় খাওয়া নিয়ে মুখ খুলবেন এই কমেডিয়ান।
টিকেট বিক্রির কোম্পানি টিকপিক জানায়, গত এক মাসে তারা রকের শোর যত টিকেট বিক্রি করেছিল, সোমবার এক রাতে তার চেয়েও বেশি টিকেট বিক্রি হয়েছে। সোমবার এক টুইটে টিকপিক জানায়, এক রাতে আমরা যত টিকেট বিক্রি করেছি, তা এক মাসের বিক্রিকে ছাড়িয়ে গেছে।
এমি ও গ্র্যামি পুরস্কার জয়ী এই কমেডিয়ান সোমবার ২০১০ সালের ‘গ্রোন আপস’ সিনেমায় তার সহকর্মী অ্যাডাম স্যান্ডলারের কাছ থেকেও সমর্থন পেয়েছেন। ক্রিস রকের ‘ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুরের’ পক্ষে প্রচার চালিয়ে স্যান্ডলার ইনস্টাগ্রামে লিখেছেন, অপেক্ষা সইছে না। বন্ধু তোমাকে ভালোবাসা!