চৌধুরী হারুনর রশীদ ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ার মনসা আশরাফ আলী চৌধুরী বাড়ি প্রাঙ্গণে চৌধুরী হারুনর রশীদ ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ উপলক্ষে এক আলোচনা সভা প্রস্তুতি পরিষদের আহ্বায়ক কবি ও সাংবাদিক ওমর কায়সারের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি তপন দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী সবুজ, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগনেতা মো, নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ডালিম, সিপিবি দক্ষিন জেলা কমিটির সভাপতি কানাই দাশ, সাধারন সম্পাদক শওকত আলী প্রমুখ।প্রধান অতিথি বলেন, চৌধুরী হারুনর রশীদ ছিলেন পটিয়ার গৌরব ও অহংকার। তিনি একাধারে সৎ, নির্লোভ, সমাজ দরদী এবং গণ মানুষের নেতা ছিলেন। তাঁর মতো একজন গুনী মানুষের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা কিছুটা হলেও ঋণমুক্ত হয়েছি। তিনি বলেন,নতুন প্রজন্ম চৌধুরী হারুনের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ২১৮তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কচু ক্ষেতে কৃষকের লাশ