সাংবাদিক খালেদ মেজবাহ উদ্দীনের মাতা চৌধুরী সখিনা আনোয়ার (৭৫) গতকাল বুধবার ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি–নাতনিসহ বগু গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদে আছর মরহুমার নিজ বাড়ি সীতাকুণ্ড সলিমপুর ফকিরহাটস্থ নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।