চোলই মদসহ আটক ১

আজাদী ডেস্ক | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মদ খেয়ে মাতলামি করার দায়ে একজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতের নাম সুজন কর্মকার। সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জলদাশ পাড়ার সুকলাল কর্মকারের পুত্র। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মেস্তাফিজুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুজন কর্মকার মদ খেয়ে মাতলামি শুরু করলে এলাকাবাসীরা সেনা ক্যাম্পে খবর দেয়। তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শেখ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাতাল সুজন কর্মকারকে আটক করে। পাশাপাশি স্থানীয় চোলাই মদ বিক্রেতা মৃত লক্ষি কর্মকারের দুই পুত্র বাবু কর্মকার ও নারায়ণ কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে মদ বিক্রেতারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাইহান ব্যাপারী দৈনিক আজাদীকে জানান, মাতলামির দায়ে আটক সুজন কর্মকারকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পলাতক দুই মাদক ব্যবসায়ী ও সুজন কর্মকার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে সরকার
পরবর্তী নিবন্ধআজ শহীদজায়া বেগম মুশতারী শফীর ৩য় মৃত্যুবার্ষিকী