চোরাই সিইউএফএলের ইলেকট্রিশিয়ান আটক

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানার ইলেকট্রিশিয়ান শহীদুল ইসলাম (৪০)কে নিয়োগ দেওয়া হয় কারখানার ইলেকট্রনিক মালামাল রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য। কিন্তু তার ক্ষেত্রে ঘটেছে উল্টো। গতকাল সকালে তাকে চুরির ঘটনায় কারখানা কর্তৃপক্ষ আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর রাতে সিইউএফএল আবাসিক এলাকা ডাব্লিউ ডি তৃতীয় তলার বাসা থেকে দুই লক্ষাধিক টাকার ইলেকট্রনিক চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটক শহীদুল আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মৃত জালাল আহমদের ছেলে। সে কারখানায় ইলেকট্রনিক ডিপার্টমেন্টে ক্যাজুয়াল শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে।

কারখানার সহকারী ব্যাবস্থাপক (নিরাপত্তা) আব্দুর রব মাঝি বলেন, কারখানা ও আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক যন্ত্রপাতি, মালামাল চুরি হচ্ছে। সেই সাথে কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। চুরির ঘটনায় অভিযুক্ত শহিদুলকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, গত একমাস ধরে কারখানা ও আবাসিক এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় সিএফএল কর্তৃপক্ষ আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরই মধ্যে চোরকে ধরার জন্য আমাদের নজরদারি বৃদ্ধি করি। গতকাল আমাদের কারখানার শ্রমিক ইলেকট্রিশিয়ান (দৈনিক বেতনে) শহীদুল ইসলাম চোরাই মালামালসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ
পরবর্তী নিবন্ধআমরণ অনশনে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা