চোরাই ল্যাপটপ–মোবাইলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানাধীন নিরাপদ হাউজিং সোসাইটির বালুরমাঠ ও বগারবিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. জুয়েল (১৯) ও মো. উজ্জ্বল (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফাতাব হোসেন আজাদীকে জানান, গত ৩১ জানুয়ারি বাকলিয়া থানাধীন শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটি–২ এর হাসনা বানুর বিল্ডিংয়ের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। পরে বাসার মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে বাকলিয়ার নিরাপদ হাউজিং সোসাইটির বালুরমাঠ এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে, বগারবিল এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, দুটি ট্যাব ও ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধার করা হয়।