নগরীতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাতে আনন্দবাজার এলাকার সাইফুলের চা দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন বন্দর থানার আনন্দবাজার এলাকার আব্দুল বারেক সওদাগর বাড়ির মো. আলমগীরের ছেলে মো. জাবেদ (২০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাদুর বাজার মাস্টার বাড়ির মো. বেলালের ছেলে মো. রনি (১৯)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গত ৬ এপ্রিল মো. শাহ আলম নামে একজন আনন্দবাজার বেড়িবাঁধ লিংক রোডে বাইক রেখে যান। কিছুক্ষণ পর এসে বাইকটি দেখতে না পেয়ে বন্দর থানায় চুরির একটি অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, মামলাটি রুজুর পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনন্দবাজার মোড়ের সাইফুলের চা দোকানের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।