চোরাই গরু ধরতে গিয়ে হাতির পায়ে পিষ্ট

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল মান্নান নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের ৪৯-৪৮ পিলারের মাঝখানে ভাল্লুকখাইয়া মৌজার বামহাতির ছড়ার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান ১১ বিজিবি অধিনস্ত ভালুক খাইয়া বিওপির ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দ গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানান, বিগত কয়েক মাসে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। এসব পয়েন্ট দিয়ে গরু, মহিষ, ছাগল, বিদেশী মদ, সিগরেট, স্বর্ণ ও ইয়াবা পাচার হচ্ছিলো। সম্প্রতি সীমান্তের ৪৫ থেকে ৫০ নং পিলার জুড়ে ১১ বিজিবির কঠোর নজরদারী বাড়ায়। সূত্র আরো জানায়, ঘটনার দিন হঠাৎ করে ভালুকখাইয়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক মান্নানের কাছে খবর আসে তার দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কিছু চোরাই গরু আসছে। সন্ধ্যার পর তিনি একটি টহল দল নিয়ে রওয়ানা দেন ৪৯ পিলার হয়ে ৪৮ পিলার এলাকার দিকে।

তারা সেখানে কয়েকটি চোরাই গরু হদিস পায়। সঙ্গীদের নিরাপদ রাখতে তিনি সবার পেছনে আসছিলেন। তার হাতে টর্সলাইট ছিলো। লাইট দেখে বন্য হাতির একটি দল এসে আক্রমণ শুরু করে। তখন বাকিরা প্রাণ বাঁচাতে দূর থেকে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরই মধ্যে একটি বড় হাতি পা দিয়ে তাকে আঘাত করতে থাকে। পাশের ময়লায় তাকে কয়েক দফায় চুবানো হয়। প্রথমে গুরুতর আহত হলেও পরে আধঘণ্টা পর তিনি মারা যান।

নাইক্ষ্যঙছড়ি থানার ওসি (তদন্ত) বলেন, তার ময়নাতদন্ত হয়েছে কঙবাজার সদর হাসপাতালে। এরপর লাশ পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের আবু রাহাত