চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সেলুন কর্মচারীকে ছুরিকাঘাত

আটক দুই যুবককে পুলিশে দিল জনতা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ঘর থেকে জোরপূর্বক ডেকে নিয়ে ও পাহাড় চুয়ায় তুলে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরিকাঘাত করেছে দুই যুবক। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বড়উঠান ইউনিয়নের খৃস্টানপাড়ার মরিয়ম আশ্রমে দয়াল শীল (২৬) নামে এক সেলুন কর্মচারীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একই এলাকার তুষার দাশ (২৪) ও রানা দাশ (২০) নামে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়রা জানান, ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় এক যুবক কেইপিজেডের গেইটে দৌঁড়ে আসে। কয়েকজন যুবক ঘর থেকে ডেকে এনে পাহাড়ের চুড়ায় তুলে তাকে মারধর করে এবং গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করে। আহত যুবককে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং আটককৃত দুইজনকে কর্ণফুলী থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

জানাযায়, বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জামতলা বাজার এলাকায় সেলুনের দোকানকে কেন্দ্র করে মুঠোফোনে ঘর থেকে ডেকে নিয়ে জোরপূর্বক পাহাড়ের চুড়ায় নিয়ে যায়। সেখানে চোখেমুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধর করে এবং হত্যার উদ্দেশ্য গলায় ছুরি চালায় আটককৃতরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং দুই যুবককে হাতে নাতে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছয় মাসে দুবাইয়ে ১৭৬ বিলাসবহুল বাড়ি বিক্রি
পরবর্তী নিবন্ধকৌশল পাল্টে ঘুরপথে টেকনাফ থেকে মাদক যাচ্ছে সারা দেশে