রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে দিনেদুপুরে মোজাহের আহাম্মদ (৯০) নামে এক বৃদ্ধের বসতঘর গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মোজাহের আহাম্মদ বলেন, গর্জনিয়ার আলোচিত ডজন মামলার আসামি জেল ফেরত ডাকাত শাহিনের নেতৃত্বে হঠাৎ ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল দিনেদুপুরে এসে আমাকে বাড়ি থেকে বের হওয়ার জন্য বাধ্য করে। আমি বের না হলে তারা রড দিয়ে এলোপাথাড়ি মারধর করলে আমি অজ্ঞান হয়ে যাই। এসময় তারা আমার ৫০/৬০ বছরের বসতঘরটি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে সন্ত্রাসীরা আমাকে এ ব্যাপারে কোনো প্রকার মামলা দায়ের না করার জন্য হুমকি দিচ্ছে। এঘটনায় বৃদ্ধের নাতি এবাদুল্লা রামু থানায় এজাহার দায়ের করলে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমিরুজ্জাম্মান বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দেখার জন্য গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই রবিউলকে দায়িত্ব দেন। গতকাল সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গর্জনিয়া ফাঁড়ির অফিসার রবিউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন। রামু থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আজমীরুজ্জামান বলেন, ঘটনা সত্যি হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।