চেয়ারম্যান লেয়াকতকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি শেষে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। এর আগে পুলিশ এ মামলায় তাকে সাতদিনের রিমান্ডে চেয়ে আবেদন করে। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে বাঁশখালী থানায় পৃথক ৩টি মামলার প্রেক্ষিতে চট্টগ্রামের বাসা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এ সব মামলায় উচ্চ আদালত হতে অস্থায়ী জামিন হলেও পুলিশের পক্ষ থেকে কয়লা বিদ্যুৎ প্রকল্পে পূর্বে সাতজন শ্রমিক হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানোর ফলে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে গতকাল বুধবার দুপুরে চেয়ারম্যান লেয়াকত আলীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় হয়। পুলিশের গাড়িতে ওঠার সময় কয়েকজন কর্মীসমর্থককে টাকা পয়সা পেয়েছে কিনা জানতে চান তিনি। এর আগে আরো কয়েকবার বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীকে হাজির করা হয় বিভিন্ন মামলায়। প্রতিবারই আদালতে নেওয়া হয় কঠোর ব্যবস্থা, পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও থাকে নিরাপত্তার দায়িত্বে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গণ্ডামারার চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ আমার বাড়ি ঘিরে ফেলেছে : ইমরান খান
পরবর্তী নিবন্ধউন্নয়ন ও সমৃদ্ধিতে শেখ হাসিনার বিকল্প নেই