চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক এম এ সালামসহ আওয়ামী লীগের ৯ শীর্ষ নেতা।
গতকাল বুধবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে দুই মুক্তিযোদ্ধাসহ উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৯ শীর্ষ নেতা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
সারাদেশের মতো চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে ইতোমধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বিশেষ করে দুই মুক্তিযোদ্ধাসহ উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৯ জন শীর্ষ নেতা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় কার্যালয়ে। তবে শেষ মুহূর্তে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটছে–তার জন্য অপেক্ষা করতে হবে আগামী শনিবার মনোনয়ন বোর্ডের সভা পর্যন্ত। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নির্ধারণ হবে কে পাচ্ছেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন। আওয়ামী লীগের যারা দলীয় মনোনয়নপত্র নিয়েছেন তাদের সাথে কথা বলে জানা গেছে, ‘তারা সকলেই দলীয় মনোনয়রপত্র জমা দিলেও–আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবে তিনিই নির্বাচন কমিশনে মনোনয়রপত্র জমা দিবেন। গতবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন।
চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম ছাড়াও আরো যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দিয়ে জমা দিয়েছেন তারা হলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও রাঙ্গুনিয়া থেকে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া মরহুম সাদেক হোসেন চৌধুরীর ছোট ভাই মো. ওসমান গণি চৌধুরী।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।












