বোয়ালখালীতে সুলতান মিয়া (৫০) নামের এক রিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা শাকপুরা সড়কে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা চালক সুলতান বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রিকশা চালক সুলতান উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা ইয়াসিন তালুকদার পাড়া প্রকাশ ফকিরপাড়া গ্রামের মৃত নুরুচ্ছফার ছেলে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে সুলতান শাকপুরা সড়কে রিকশা চালিয়ে যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান মোনাফের পাজেরো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে চেয়ারম্যান মান্নান ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে সুলতানকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারার পর গলা টিপে ধরে। সুলতান বাঁচার জন্য চিৎকার করলে চেয়ারম্যান পুত্র ফরহাদ ও চালক গাড়ি থেকে নেমে দ্বিতীয় দফায় বেদম মারধর করে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে ভর্তি করায়। হাসপাতাল থেকে রিকশা চালক সুলতান ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করলে তাকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ বলেন, তিনি কোনো রিকশা চালকে মারধর করেননি। তবে শাসিয়েছেন। একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করছেন বলে দাবি করেন তিনি।
মামলার বিষয়ে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












