চেনা রূপে চাক্তাই-খাতুনগঞ্জ

উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জে অবশেষে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। করোনাকালে দফায় দফায় লকডাউনের ধাক্কায় এ এক সময় চাক্তাই-খাতুনগঞ্জের পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। এছাড়া বাজারে রয়েছে ক্রেতার সংকট। তবে লকডাউন শিথিল হওয়ার ঘোষণায় গতকাল দিনভর বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পণ্য কিনতে ছুটে আসেন চাক্তাই-খাতুনগঞ্জে। তবে এ সময় অধিকাংশের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার সংক্রমণ বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল বিকেলে চাক্তাই-খাতুনগঞ্জে সরেজমিন দেখা গেছে, সড়কের দুই পাশে সারি সারি ট্রাক ঠাঁই দাঁড়িয়ে আছে। শ্রমিকরা এসব ট্রাকে হাঁকডাক দিয়ে পণ্য লোড-আনলোড করছেন। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, করোনাকালে লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্যে ধস নামে। বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসতে পারেনি। এছাড়া পরিবহন সংকটও ছিল। ফলে প্রতিদিনের লেনদেন নেমে আসে অর্ধেকেরও নিচে। অন্যদিকে ব্যাংকিং লেনদেনের সময়সীমা কমে যাওয়ায় লেনদেনে প্রভাব পড়ছে। তবে সরকার ধীরে ধীরে লকডাউন শিথিল করার উদ্যোগ নেয়ায় এখন বেচাবিক্রি বাড়তে শুরু করেছে। চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এ করোনায় ব্যবসায়ীরা একেবারে মরে গেছে। রমজানের ঈদের পর থেকে ব্যবসায়ীরা লোকসান দিয়ে যাচ্ছে। তবে গত কিছুদিন ধরে ক্রেতা আসা শুরু হয়েছে। তারপরেও যে পরিমাণ বেচাবিক্রি হচ্ছে তা অনেক কম। গত বছর করোনার শুরুর দিকেও আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না। তখন অনেক ত্রাণ দেয়ার জন্য ভোগ্যপণ্য কিনেছেন। তবে এখন আর কেউ ত্রাণ দিচ্ছে না। এটি আমাদের বিক্রিতে প্রভাব পড়েছে। অন্যদিকে দেশে করোনার সংক্রমণ বাড়লেও চাক্তাই-খাতুনগঞ্জের অবস্থা দেখে সেটি আঁচ করা দায়। একশজনের মধ্যে ৭০ জনের মুখে সাধারণ মাস্ক নেই। এছাড়া অনেকে মাস্ক কানের একপাশে ঝুলিয়ে রেখেছেন, আবার কেউ থুতনির নিচে নামিয়ে রাখেন, কেউ বা সেই মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন। শ্রমিকদের মুখে নেই মাস্ক।

পূর্ববর্তী নিবন্ধসেই অয়েল ট্যাংকারের ধাক্কা, এবার ডুবল লবণবাহী বোট
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল নয় : বিশিষ্টজনের অভিমত