চেক প্রতারণা মামলায় যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলায় মোহাম্মদ আলী নামের এক যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন চতুর্থ আদালত এ আদেশ দেন। আসামি মেহাম্মদ আলী রাঙ্গুনিয়ার কোদালার চা বাগান এলাকার আহাম্মদ ছৈয়দের ছেলে।

বাদী মোজাম্মেল হকের আইনজীবী অ্যাডভোকেট অনুপ আইচ জানান, আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে চেক প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করা হয়। মামলায় বিচারকালে আসামির বিরুদ্ধে দন্ড বিধির ৪২০ ধারায় অভিযোগ গঠিত হয়।

মামলাটি সিআর মামলা ১১৯/২২ ইংরেজি নম্বরভূক্ত হয়ে মেট্রোপলিটন চতুর্থ বিচার আদালত চট্টগ্রামে স্বাক্ষ্য পর্ব সমাপ্ত হয়ে রায়ের জন্য দিন ধার্য্য আছে। আসামি মোহাম্মদ আলী বর্তমানে পলাতক আছেন। আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামি বিরুদ্ধে ২০ জুন ২০২৪ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা
পরবর্তী নিবন্ধব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের ঋণ ৫১ হাজার কোটি টাকা