চেকপোস্টে মাদকসহ ধরা ২ কারবারি, মোটরসাইকেল জব্দ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকার চেকপোস্টে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মইজ্জ্যারটেক এলাকার শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, কঙবাজার জেলার উখিয়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মো. মুসা (৩০) এবং একই জেলার টেকনাফ এলাকার শামসুল আলমের ছেলে ইমাম হোসেন (৩৪)। কর্ণফুলীর মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেকপোস্টে মোটরসাইকেলটি সন্দেহজনক হওয়ায় থামানোর সিগনাল দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯৭৬ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, যৌথ অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সমিতি-ঢাকার কার্যনির্বাহী পরিষদের অভিষেক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অর্ধশত ইমাম ও মোয়াজ্জিনদের সংবর্ধনা