চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত মহিলা স্টাফদের সাথে মতবিনিময় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো. মেহেদী হাসান শাহ্, মো. ফজলুল হক, আবদুল আল হান্নান, মো. আজিজুর রহমান, মো. শাহ আলম মিয়া, আল ফাহাদ খান, মো. আবদুল হান্নান খান, মো. ছাবের, কুলসুমা বেগম, মো. হুমায়ুন কবীর, মো. ইসমাইল, মো.হাসান এবং মো. রাশেদুল ইসলাম, স্টাফদের পক্ষে বক্তব্য রাখেন সাবিহা সুলতানা জিমু, প্রিয়াংকা বড়ুয়া, আছমা আকতার শাকিলা, রাণী চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।