চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে স্টাফ অ্যাসোসিয়েশন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসা. সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী। স্টাফ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব আব্দুল আল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান। সভায় অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের অভিন্ন দাবি-দাওয়া নিয়ে একসাথে কাজ করার বিষয়ে একাত্মতা পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।