চুয়েটে প্রতিষ্ঠিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন হবে আজ। আজ শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় তিনি গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এই প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের সাথে যুক্ত শেখ জামাল ডরমিটরি ও রোজী জামাল ডরমিটরি একই সাথে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্বাগত বক্তব্য দেবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানটি গণভবন, আইসিটি মন্ত্রণালয় ও চুয়েট তিন প্রান্ত থেকে একযোগে অনলাইন প্লাটফর্মে যুক্ত থাকবে। চুয়েট প্রান্ত থেকে যুক্ত থাকবেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ।