চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর, অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অফির্সাস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ হাসান।
প্রথম পর্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অফিসার্স অ্যাসোসিয়েশনের সদ্যবিদায়ী সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও চুয়েটের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। পরে নির্বাচিত সভাপতি অ্যাসিসেয়শেনের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান। এরপর বিদায়ী কমিটির পক্ষে সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।