চুয়েটে নদী তীরবর্তী ক্ষয়রোধ ও নদী সংরক্ষণ বিষয়ক ওয়েবিনার

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ড- স্লাইড রিসার্চের উদ্যোগে অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রসপারিটি লিমিটেড এবং এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় হোল্ড দ্যাট রিভার স্লোগানে ‘স্টপিং ব্যাংক ইরোসন ইন বেন্ডস অফ লার্জ অ্যাল্যুভিয়াল স্ট্রিমস’ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। গত ৩ ফেব্রুয়ারি ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিআরএইচএলএসআর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. রণজিৎ কুমার সূত্রধর এবং এস.জে.এসএমইসি, বাংলাদেশের উপদেষ্টা ড. সাঈদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন মায়ানমারের জলসম্পদ ও নদী ব্যবস্থার উন্নয়নের অধিদপ্তরের সিনিয়র রিভার ইঞ্জিনিয়ার ড. ডেভিড সি. ফ্রোলিখ। এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সদস্য রামিসা তানজুমের সঞ্চালনায় শুরুতে এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সহ-সভাপতি সাদিয়া আফরিন ঐশ্বর্য ড. ডেভিড সি ফ্রোলিখের বায়োগ্রাফি পাঠ করেন। ওয়েবইনারে পুরকৌশল বিভাগ এবং পানি সম্পদ প্রকৌশল বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।
ওয়েবইনারের ড. ডেভিড সি ফ্রোলিখ ‘স্টপিং ব্যাংক ইরোসন ইন বেন্ডস অফ লার্জ অ্যাল্যুভিয়াল স্ট্রিমস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাথে সম্পর্কিত বাস্তব জীবনের উদাহরণগুলোর সাথে ক্ষয়ের মানদণ্ডের প্রাথমিক ধারণাগুলি নিয়ে আলোচনা করেন। তিনি নদী তীর ভাঙন নির্মূল করার বিষয়ে রক্ষণাবেক্ষণ প্রাচীরসহ বিভিন্ন কৌশল বর্ণনা করেন। তিনি নিউরাল নেটওয়ার্ক পরিমাপের সাথে তুলনার পরে সেরা সূত্রটি ব্যবহার করে সঠিক স্কোর্সের গভীরতা পরিমাপ করার গুরুত্বারোপ করেন। সিআরএইচএলএসআর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতার বলেন, চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ পৃথিবীর বিভিন্ন জলাশয়ের উপর হুমকিরূপী যে সকল প্রাকৃতিক ঝুঁকি হতে পারে, যে জলস্রোতের উপর মানুষ নির্ভর করে তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যত ঝুঁকি নিয়ে গবেষণা করে থাকে। সিআরএইচএলএসআর বিভিন্ন ক্ষেত্রে পেশাদারদের আরো কর্মক্ষম করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালারও আয়োজন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির পাশে সিপিডিএল
পরবর্তী নিবন্ধনিজেকে যোগ্য আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে