চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো গণিত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার গণিত বিভাগের বিভাগীয় প্রধানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক তাহমিনা আক্তার। বিভাগের সহকারী অধ্যাপক নুরুন নাহার অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে
আন্তর্জাতিক গণিত দিবস ও বিশ্বখ্যাত গণিতবিদ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উল্লেখ্য, ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মো. মারুফ হোসেন এবং দ্বিতীয় হয়েছেন সুদীপ্ত কুমার ও তৃতীয় হয়েছেন প্রীতম বল। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।