চুয়েটে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক ট্রেইনিং

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন১” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত ট্রেইনিংয়ে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে কীনোট স্পীকার ছিলেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। ট্রেইনিংয়ে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো: ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুযোগ দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে বালি উত্তোলনের সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৫