চুয়েটে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। মূল বক্তা ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) মো. আবুল মনসুর ফয়সাল। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৬ হাজার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নের স্বার্থে রাজস্ব আয় বাড়াতে হবে