চাটগাঁ শহরে অসম্ভব হারে বেড়ে গেছে চুরি ছিনতাই। আগেরকার দিনে গভীর রাতে মাটি সরিয়ে ঘরে ঢুকে চুরি করতো। বর্তমানে সকাল দুপুর সন্ধ্যা রাত সুযোগ পেলেই ছিনতাইকারী বাজিমাত। অধিকাংশ মানুষের কাজের সুযোগ সন্ধান না থাকায় লিপ্ত হচ্ছে চুরি ছিনতাই অপকর্মে শহরের ব্যস্ততম সড়কে পাড়া মহল্লা অলিগলিতে ফ্ল্যাট থেকে মূল্যবান স্বর্ণলংকার নগদ টাকা মোবাইল প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিনিয়ত হচ্ছে চুরি ছিনতাই। মোবাইল চুরির ঘটনায় অধিকাংশ মহিলা চোরের তথ্য উঠে এসেছে। স্থানীয় এবং বাসাবাড়ি থেকে অহরহ মোবাইল চুরি করছে মহিলা চোর চক্র। মহিলা শিশু কিশোর ও আধাবয়স্ক সহ এই পেশায় লিপ্ত রয়েছে ৪০০ থেকে ৫০০ জনের সংঘবদ্ধ চক্র। বর্তমানে ছিনতাইয়ের কবলে প্রাণ হারিয়েছে অসংখ্য অসহায় মানুষ পথচারী রাস্তায় হাঁটার সময় মহিলাদের কাছ থেকে ব্যাগ গলায় থাকা চেইন ইত্যাদি ছিনতাইকারী টান দিয়ে নিয়ে যাচ্ছে। নগরীর চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাড়া মহল্লা সমাজের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মোহাম্মদ পারভেজ কাইছার
বন্দর, চট্টগ্রাম।