চুরি করতে দুর্গম পথ পেরিয়ে ২,৩৫০ মিটার উচ্চতায় আরোহণ

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চোরেরা সুইজারল্যান্ডের সবচেয়ে দুর্গম একটি পাহাড়ি পথ অতিক্রম করেছে। স্থানীয় একটি পর্বতারোহী ক্লাবের কালেকশন বক্স চুরি করার জন্য তারা পাতলা একটি ইস্পাতের তারের ওপর দিয়ে গিরিসংকট অতিক্রম করেছে এবং ২ হাজার ৩৫০ মিটার উচ্চতায় আরোহণ করেছে।

পথটি ভায়া ফেরাতা নামে পরিচিত। খুবই দুর্গম এবং আরোহণ সবচেয়ে কঠিন হওয়ায় একে লেভেল ৫ শ্রেণিতে ফেলা হয়। পথটিতে খাড়া পাথরের সঙ্গে আটকানো সিঁড়ি এবং সরু ইস্পাতের তারের ওপর দিয়ে গিরিসঙ্কট পার হতে হয়। চুরির বিষয়টি যারা ধরতে পেরেছেন তারা মনে করেন, আগে থেকেই সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেই এমন কাজ করা হয়েছে। খবর বিডিনিউজের।

পর্বতারোহী ক্লাব জানিয়েছে, অনুদান বাক্সটি ভাঙা ও খালি অবস্থায় পাওয়া গেছে। চোরেরা যে কেবল ভাল পর্বতারোহী তা নয়, তারা পর্বতারোহণে যেসব জিনিসপত্র লাগে সেগুলোও সঙ্গে নিয়েছিল। এমনকী অনুদান বাক্স ভাঙার যন্ত্রপাতিও ছিল তাদের কাছে। আশ্চর্যের ব্যাপার হল অর্থ চুরির পর তা সঙ্গে নিয়ে পর্বতারোহণ চালিয়ে যায় চোরেরা। ২,৯৪১ মিটার উচ্চতায় দুবহর্ন পাহাড়ের চূড়ায় ওঠে তারা।

পূর্ববর্তী নিবন্ধইউরোপে ‘ভিসা ফ্রি’ ভ্রমণেও লাগবে অনুমতি, বাড়ছে খরচ
পরবর্তী নিবন্ধপ্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া