‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলির বাপের পাড়ায় বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পানি তোলার মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ওই যুবক। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কফিল উদ্দিন। নিহত যুবকের নাম আবদুল মান্নান (৩৮)। তিনি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাফর আলম মিস্ত্রীর পুত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আবদুল মান্নানকে মোটরের সাথে জড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশে খবর দেয়া হয়। মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধধোপাছড়িতে ব্যক্তিগত বাগানের ১০ সেগুন গাছ কেটে নিল দুর্বৃত্তরা