চুয়েট মেকাট্রনিক্স বিভাগের উদ্ভাবন প্রতিযোগিতা ৮ মে

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে আগামী ০৮১০ মে MIE ROBOLUTION ১.০ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১২.৪০টায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, মনোয়ার ওয়াদুদ হৃদয়, সঞ্জীব রায়, নুসরাত সুলতানা ও এমআইই বিভাগের প্রভাষক ইমরান হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় উক্ত প্রতিযোগিতায় থাকছে বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলগত উদ্ভাবনী প্রতিযোগিতা, রোবট দ্বারা পরিচালিত আকর্ষণীয় ফুটবল ম্যাচ, স্পিড ও প্রিসিশনভিত্তিক রোবট রেসিং, মেকানিক্যাল ডিজাইন দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা, বাস্তবসম্মত রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকল্প ও ধারণার প্রদর্শনী, দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে জ্ঞান ও অনুপ্রেরণার আয়োজন, ক্যাম্পাস জুড়ে প্রমোশনাল ও উদ্বুদ্ধমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি ক্রিকেট টুর্নামেন্ট।

আগামী ৮ মে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার জিইসি মোড় ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধতারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ