চুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে “2025 International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE-2025)” শীর্ষক তিনদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রো ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর চিফ টেকনিক্যাল অফিসার ইখলাস উদ্দিন আহমেদ। কনফারেন্স টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আখতার।

তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে সর্বমোট ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেয়। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই কনফারেন্সে জমাকৃত ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজেনটেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বিশেষ সক্ষমতাসম্পন্ন শিশুদের জন্য কর্মসূচি উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাংবাদিক জাহেদুল হকের মৃত্যুবার্ষিকী আজ