চুয়েটে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

চুয়েটের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ স্লোগানে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকার শনিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক হারুন আবদুল্লাহ পাশা। সভাপতিত্ব করেন নিরাপত্তা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা। সঞ্চালনা করেন নিরাপত্তা দপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ আইনজীবী সাইফুলের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ