চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, ৪ মরদেহ

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। গত রোববার বিকালে রঞ্জুর সিনেমা হলপাড়ার বাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া আওয়ামী লীগের কার্যালয় ও বেশ কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর বিডিনিউজের।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, সিনেমা হলপাড়ার একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা চারজন পুড়ে মারা গেছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, চুয়াডাঙ্গা১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের বাসভবন, তার ভাই আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাসভবন, আওয়ামী লীগ নেতা শহরের ঈদগা পাড়ার সালাউদ্দিন ও লোটাসের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

এছাড়া রয়েল পরিবহনের কার্যালয় ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে। সিনেমা হলপাড়ার আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার নিজস্ব দলীয় কার্যালয়ও আগুনে পোড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেরপুর কারাগারে হামলা অগ্নিসংযোগ, পালিয়েছেন ৫২৭ বন্দী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু