চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পরিচিত গ্রাম চুনতিকে ঘিরে রয়েছে স্বনামধন্য চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য যেখানে এক সময় নানা প্রজাতির বিরল বন্যপ্রাণীসহ অমূল্য উদ্ভিদকূলের অবাধ বিচরণ ছিল। পাহাড়, বন আর জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই অভয়ারণ্য ছিল প্রকৃতিপ্রেমীদের প্রিয় আশ্রয়স্থল। কিন্তু দুঃখজনকভাবে, বছরের পর বছর ধরে পাহাড় কাটা এবং বন উজাড়ের ফলে অভয়ারণ্যের পরিবেশ ক্রমশ হ্রাস পাচ্ছে; হারিয়ে যাচ্ছে বনের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য। বন্যপ্রাণীরা তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে, আর যেসব প্রাণী এক সময় সহজেই চোখে পড়ত, এখন তাদের দেখা মেলে খুবই কম। অভয়ারণ্যটি যেন দিনে দিনে প্রাণহীন হয়ে পড়ছে।
প্রকৃতি রক্ষায় সবাইকে আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়া জরুরি। কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনগণেরও উচিত এই অভয়ারণ্য রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়া। না হলে অদূর ভবিষ্যতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য হয়তো কেবল একটি স্মৃতি হয়ে উঠবে।
হাসনাইন মাবরুর
চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।