চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসায় মা ও প্রাক্তন ছাত্রী সমাবেশ

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

চুনতি ফাতেমা বতুল (রা.) মহিলা ফাযিল মাদ্রাসায় মা ও প্রাক্তন ছাত্রী সমাবেশ গত ১১ মার্চ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মাসুদ খান। প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সুরাইয়া জান্নাত।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য অধ্যাপক শাব্বির আহমদ, মুকসুদ উল্লাহ, অলি উদ্দিন, অধ্যাপক হামিদুর রহমান। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিনহাজুল আবরার, মাওলানা জমিল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন হেলাল উদ্দিন ও আহসান হাবিব।

প্রধান অতিথি বলেন, নারীদেরকে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীর উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধচবি ইংরেজি বিভাগের মাস্টার্সে প্রথম বিভাগে প্রথম উপমা
পরবর্তী নিবন্ধইউনাইটেড হেলথকেয়ারের বিশ্ব কিডনি দিবস উদযাপন