চুনতি ডট কম এর ব্যবস্থাপনায় আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা ‘চুনতি ডট কম ম্যারাথন ২০২৩’ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এটি প্রতিযোগিতার দ্বিতীয় আসর। শুক্রবার সকাল সাতটায় চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন । ২০২২ সালে ২২০ জন প্রতিযোগী নিয়ে সফলভাবে প্রথম আসর সমাপ্তির পর এবার ৪৫০ জন প্রতিযোগী নিয়ে দ্বিতীয় আসর আয়োজিত হতে যাচ্ছে। তিন ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। ৫র এর উপরে বয়সীদের জন্য এবং ৫০ এর নিচে বয়সীদের জন্য ১০ কিলোমিটার। আর অনূর্ধ্ব–১৫ বয়সীদের জন্য থাকছে ৫কিমি রেস । প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার এবং মেডেল প্রদান করা হবে। ঐতিহ্যবাহী চুনতির জীবন মান তুলে ধরে তৈরি করা হয়েছে মেডেল। এছাড়া বিজয়ীদের দেওয়া হবে ক্রেস্ট। বেশ কিছু প্রতিষ্টান এবং ব্যক্তি এই ম্যারাথন আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যার বাজেট ধরা হয়েছে ৭ লক্ষ টাকা। প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বক্তব্য রাখেন রান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রতিযোগিতার প্লাটিনাম স্পন্সর কনফিডেন্স সল্ট লিঃ এর হেড অব সেলস সরদার নওশাদ ইমতিয়াজ, ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাইফুল হুদা ছিদ্দিকী, যাহেদুর রহমান, কাজি আরিফুল ইসলাম কাজী, মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, শাহাদাত খান ছিদ্দিকী, কাজী শরিফুল ইসলাম, কাজী লতিফুল ইসলাম, নাজেম উদ্দিন ছিদ্দিকী, কাজি সাকিবুল ইসলাম এবং সাখাওয়াত হোসেন কমল প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ এর পঁচিশ টি জেলা থেকে দৌড়বিদরা এবারের ইভেন্টে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। উনিশটি দলে বিভক্ত স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন চুনতির বিভিন্ন ক্লাবের নব্বই জন সদস্য। চুনতির ইতিহাস, ঐতিহ্য এবং জীবন মান ফুটিয়ে তুলতেই এই আয়োজন চুনতি ডট কমের। কালের বিবর্তনে চুনতি অনেক কৃতী মানুষের জন্ম দিয়েছে। সে সাথে চুনতি ডট কমের মাধ্যমে বিশ্ব ব্যাপি চুনতি একটি পরিচিত জনপদ। প্রতিযোগিতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। এখন কেবল উৎসবের অপেক্ষা।