চীনে স্কুলে খাবারে রং, সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চীনে উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুলে বাবুর্চি খাবার সাজাতে খাওয়ার অনুপযুক্ত রং ব্যবহার করায় সীসা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুই শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খবর বিডিনিউজের। গানসু প্রদেশের তিয়ানশুই শহরের পেইজিন কিন্ডারগার্টেনে ঘটেছে ঘটনা। খাবারের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, এতে সীসার মাত্রা ছিল জাতীয় নিরাপত্তা মানের চেয়ে দুই হাজার গুণ বেশি। ঘটনায় কিন্ডারগার্টনটির অধ্যক্ষসহ আটজনকে আটক করেছে পুলিশ। স্টিমড রেড ডেট কেক ও সসেজ কর্ন বান খাওয়ার পর ২৩৩ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে উচ্চ মাত্রায় সীসা পাওয়া গেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্কুলের অধ্যক্ষ রান্নার কর্মীদের অনলাইনে রং কিনতে বলেছিলেন। শিশুরা অসুস্থ হওয়ার পর সেগুলো লুকিয়ে ফেলা হয়। পরে পুলিশ তা খুঁজে বের করে দেখে, রংগুলো স্পষ্টভাবে খাওয়ার অনুপুযুক্ত হিসেবে চিহ্নিত করা ছিল। লিউ নামের এক অভিভাবক বিবিসিকে বলেন, তিনি তার ছেলের লিভার ও পরিপাকতন্ত্রে সীসা বিষক্রিয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে চিন্তিত। গত সপ্তাহে অন্যান্য অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করার পর লিউ তার সন্তানকে পরীক্ষার জন্য শি’আন হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর
পরবর্তী নিবন্ধনতুন শুল্কের সময়সীমা শতভাগ চূড়ান্ত নয় : ট্রাম্প