চীনে কয়লা খনিতে প্লাবন, ২১ শ্রমিক আটকা

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

চীনের শিনজিয়াং অঞ্চলের এক কয়লা খনির একটি অংশ প্লাবিত হওয়ায় পর সেখানে ২১ জন শ্রমিক আটকা পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আট শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় জরুরি বিভাগের উদ্ধৃতি দিয়ে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। খবর বিডিনিউজের।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর খনিটির একটি অংশ প্লাবিত হলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন শিনজিয়াংয়ের হুতুবি কাউন্টির ওই খনিটিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পৃথক আরেকটি প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, যারা আটকা পড়েছেন তাদের মধ্যে রোববার পর্যন্ত ১২ জনের অবস্থান শনাক্ত করা গেছে এবং তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, বাকি নয় শ্রমিক কোথায় আছেন তা নিশ্চিত হয়নি। তবে তাদের অবস্থান নির্ণয় করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে কিশোরসহ ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ সমাধান চান এরদোগান