চীনের পূর্বাঞ্চলে একটি কলেজের বাইরে ছুরিকাঘাতে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন। ওই ঘটনায় গত শনিবার সন্ধ্যায় উশি শহরের উশি ইশিং চারু ও কারুকলা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।
গ্রেপ্তার যুবক ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছরই স্নাতক শেষ করেছেন জানিয়ে পুলিশ বলছে, খারাপ ফলের কারণে ডিপ্লোমা ডিগ্রি না পাওয়ায় এবং ইন্টার্নশিপের সম্মানী নিয়ে তিনি অখুশি ছিলেন। ওই যুবক পুলিশকে বলেছেন, হামলা করতে তিনি কোনো ‘দ্বিধা’ বোধ করেননি। এ ঘটনায় তদন্ত চালানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। খবর বিডিনিউজের।
বিবিসি লিখেছে, দক্ষিণের শহর জুহাইয়ের একটি স্টেডিয়ামে গত সোমবার ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে অন্তত ৩৫ জনকে হত্যার পর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটল। সাম্প্রতিক এসব ঘটনা চীনে প্রকাশ্যে সহিংসতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এটা ‘সমাজের বিরুদ্ধে প্রতিশোধ’ কিনা, সেই প্রশ্ন সোশাল মিডিয়ায় আসছে।