ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে ৫০ লাখ ডোজ করোনার টিকা পাওয়ার কাছাকাছি ছিল তাইওয়ান। কিন্তু বাইরের কারো হস্তক্ষেপের কারণে সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং। বুধবার স্থানীয় এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ান গত বছরের জুন মাসে টিকা উৎপাদক আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে। ডিসেম্বরের মধ্যে ফাইজার ও বায়োএনটেকের কাছ থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কাছাকাছি ছিলাম। তবে কার কারণে তাইওয়ান ফাইজারের টিকা পাচ্ছে না, সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি। খবর বাংলানিউজের।
এই অনুষ্ঠানের উপস্থাপক ক্লারা চৌ কোন সূত্র উদ্ধৃত না করে অনুমান করেন যে, এই হস্তক্ষেপ চীন এবং সাংহাই ফোসুন ফার্মাসিউটিক্যাল গ্রুপের কাছ থেকে এসেছে। ৩০ ডিসেম্বর তারিখে চেন ঘোষণা করেন একটি আন্তর্জাতিক কোম্পানি থেকে ৫ মিলিয়ন ডোজ টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১৪.৭৬ মিলিয়ন ডোজ এবং মার্কিন কোম্পানি মডার্নার ৫ মিলিয়ন ডোজ টিকা পেয়েছে তাইওয়ান।