চীনের সাথে ড্র,থাইল্যান্ডকে হারালেই জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ যুব দল নিজেদের চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১১ গোলে ড্র করেছে। গতকালের এই খেলায় জয় পেলে সেমিফাইনালের পাশাপাশি জুনিয়র হকি বিশ্বকাপে খেলা নিশ্চিত হতো বাংলাদেশের। তবে এখনো বিশ্বকাপের স্বপ্ন টিকে রয়েছে। পরের ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই যুব হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের। ‘বি’ গ্রুপে চার ম্যাচে এক জয় ও দুই ড্র এবং এক হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে চীন চতুর্থ স্থানে, পাকিস্তান শীর্ষে। এরপরই আছে মালয়েশিয়া। গতকাল রোববার ওমানের মাসকটে চীনের সঙ্গে সমান তালে লড়াই করে বাংলাদেশ। বিল্ডআপ করে খেলার পাশাপাশি আক্রমণে ওঠার চেষ্টা করে একটি গোল করতে পেরেছে। বিপরীতে লং পাসে খেলে চীন একাধিক গোলের সুযোগ পেলেও একটির বেশি করতে পারেনি। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে চীনের দুটি গোলের চেষ্টা রুখে দিয়েছেন গোলকিপার মোহাম্মদ নয়ন। তৃতীয় কোয়ার্টারে এসে হয়েছে দুই গোল। ৪১ মিনিটে সতীর্থের পাসে মোহাম্মদ আলী জোরালো রিভার্স হিটে পোস্ট কাঁপান। ৪৮ মিনিটে ওয়াং ইবো পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করতে ব্যর্থ বাংলাদেশ।

শেষ মিনিটে খেলা আরও জমে ওঠে। পেনাল্টি কর্নার থেকে চীন পোস্ট ভেদ করলেও আম্পায়াররা সেটি বাতিল করে দেন। এ নিয়ে সময়ক্ষেপণ হলেও সিদ্ধান্ত বদল হয়নি। বাংলাদেশ শিবিরে তখন ড্রয়ের উল্লাস। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সামিন মেহরাব হাসান। এদিকে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামীকাল ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধকে ওয়াই স্টিল ইন্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত