মাউন্ট এভারেস্ট জয় করেছেন চীনের দৃষ্টিহীন পর্বতারোহী ঝাং হং। ৪৬ বছরের ঝাং এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় অন্ধ পর্বতারোহী যিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন। তিনি নেপালের দিক দিয়ে এভারেস্টে চড়েন। এভারেস্ট জয়ের পর বার্তা সংস্থা রয়টার্সকে ঝাং বলেন, ‘যদি আপনি দৃঢ় মনোবলের অধিকারী হন তবে আপনি প্রতিবন্দ্বী নাকি স্বাভাবিক, আপনি দৃষ্টিশক্তি হরিয়েছেন অথবা আপনার হাত বা পা নেই, সেগুলো কোনো বিষয়ই না। খবর বিডিনিউজের। ঝাং বলেন, ‘আপনি সবসময়ই ওই কাজ করতে পারবেন, অন্যরা হয়তো ভাববে আপনি ওই কাজটি করতে পারবেন না।’ তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় ভয়ে থাকতেন বলেও জানিয়েছেন ঝাং। তিনি বলেন, ‘তারপরও আমি খুব আতঙ্কে থাকতাম। কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আমি কোথা দিয়ে হাঁটছি। আমি আমার ‘সেন্টার অব গ্রাভিটি’ খুঁজে পাচ্ছিলাম না। তাই মাঝে মাঝে পড়ে যেতাম।’












