চীনের গোয়েন্দা বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে অভিযোগ জাপানের

| বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

চীনের একটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে জাপান। চীনের বিমানবাহিনীর বিরুদ্ধে জাপানের সরাসরি আকাশসীমা লঙ্ঘনের এমন অভিযোগ এটিই প্রথম। জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের প্রকাশিত একটি ম্যাপে দেখা গেছে, চীনা নজরদারি বিমান ওয়াই৯ সোমবার প্রায় দুই মিনিটের জন্য দানজো দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করেছে।

জাপান সঙ্গে সঙ্গেই এর জবাবে নিজেদের বিমান প্রতিরক্ষা বাহিনীর জঙ্গিবিমান পাঠায়। খবর বিডিনিউজের।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি চীনের আকাশসীমার এই লঙ্ঘনকে কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন এবং এর প্রতিবাদে টোকিওতে চীনা দূতাবাসের এক কর্মকর্তাকে তলব করেছেন। অঞ্চলটিতে উত্তেজনা চলার সময়ে এমন ঘটনা ঘটল। অঞ্চলটিতে চীন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর পাশাপাশি জাপানের বিরুদ্ধেও নিজেদের প্রভাব খাটানো নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২২.৮৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদ্রুত রূপ বদলাচ্ছে নতুন ধরনের এমপক্স