বছরের পর বছর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) অভিযানের কারণে চীনা সুশীল সমাজ এক অভূতপূর্ব ‘বরফ যুগে’ প্রবেশ করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যে চীন সমালোচনার মুখে পড়েছে। নাগরিক সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দলের সদস্যসহ যারা করোনা সংকট নিয়ে সমালোচনা করেছেন, তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। খবর বাংলানিউজের।