চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল : প্রেস সচিব

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শুক্রবার সকালে ফেইসবুকে এক পোস্টে এ কথা বলেছেন। প্রেস সচিব বলেছেন, বৈঠকে প্রেসিডেন্ট শি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। খবর বিডিনিউজের।

পোস্টে শফিকুল আলম বলেছেন, বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি লিখেছেন, শি বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তর করবে। বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন : খসরু
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টা আজ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন, নেবেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি