তাইওয়ানের সেনাবাহিনী এই প্রথম চীনা উপকূলের কাছে নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া অচেনা একটি অসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি বৃহস্পতিবার তাইওয়ানের দখলে থাকা একটি দ্বীপের কাছে আকাশে উড়ছিল। এর আগে গত মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করেছিল তাইওয়ানের সামরিক বাহিনী। গত মাসের শুরুতে যু্ক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তাইওয়ান সফর এবং তার জেরে চীনের তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন সামরিক মহড়ার পর বেইজিং-তাইপে উত্তেজনার পারদ চড়ছেই। খবর বিডিনিউজের।
গত মাসে তাইওয়ান সরকার বেশ কয়েকবার চীনের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘন এবং উস্কানিমূলক আচরণ করার অভিযোগ করেছে। তারা বলেছে, চীনের যুদ্ধবিমান ও ড্রোন নিয়মিত তাইওয়ান প্রণালীতে তাদের দাবি করা ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকছে। চীনের এই উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। গত মঙ্গলবার তিনি সেনাবাহিনীকে চীনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তারপরই ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটল। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন বলপ্রয়োগ করে হলেও পুনরায় মিলিত হবে। ওদিকে, নিজেদের স্বাধীনতা ঘোষণা করা তাইওয়ান বলেছে, তারা কখনও পিপলস রিপাবলিক অব চায়নার শাসনে ছিল না। তাই চীন যে দাবি করছে সেটি অমূলক। বৃহস্পতিবার ড্রোন ভূপাতিত করার বিষয়ে কিনম্যান দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ঠিক দুপুরে ওই ড্রোনটি লায়ন দ্বীপের সংরক্ষিত আকাশসীমার প্রবেশ করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করেছে। এতে আরও বলা হয়, লায়ন দ্বীপের সেনারা আগে সেটিকে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই সেটিকে গুলি করা হয়। সেটির ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে। তাইওয়ান সেনাবাহিনী সর্বপ্রথম গত মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করেছিল।