চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল দলে নেই নেইমার-ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি আবারও নেইমারকে তার দলে রাখেননি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার স্কোয়াডে জায়গা পেলেন না তারকা ফরোয়ার্ডটি। তবে চমক হিসেবে ফিরেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লুকাস পাকেতা। ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোও নেই আনচেলত্তির দলে। আগামী ৪ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরে এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বাইরে নিজেদের শেষ দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। আনচেলত্তি বলেছেন, নেইমারকে ফিরে আসতে হলে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হতে হবে। নেইমার বর্তমানে সান্তোসে খেলছেন, কিন্তু ইনজুরির কারণে বারবার ছিটকে যাচ্ছেন। সর্বশেষ গত বৃহস্পতিবারও অনুশীলনে চোট পান তিনি। অন্যদিকে অভিজ্ঞ কাসেমিরো আবারও দলে জায়গা পেয়েছেন, আর তরুণ চেলসি ফরোয়ার্ড এস্তেভাওও প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। পাঁচ দিন পর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। আর ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

ব্রাজিল দল: গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা,ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো, আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েজলি, মিডফিল্ডার : আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা, ফরোয়ার্ড : এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিশার্লিসন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া সফরে আসছে ব্রাজিল
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ খেলতে ভারতে গেল বাংলাদেশ হকি দল